Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

 

কমিউনিটি ক্লিনিক

ভোলা সদর উপজেলার চালুকৃত ৩৭ টি কমিউনিটি ক্লিনিকে  সপ্তাহে  ৬ দিন  সকাল ৯ টা থেকে  বিকাল ৩টা পর্যমত্ম  (সরকারী ছুটির দিন ব্যতীত) জনগনকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

ইপিআই

কমিউনিটিতে নিয়মিত ইপিআই সেশনে  শিশুদের ৮ টি রোগের ভ্যাকসিন নিয়মিত প্রদান

করা হয় এবং মহিলাদের সিডিউল অনুয়ায়ী ৫ ডোজ টিটি টিকা প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্য শিÿা ও উঠান বৈঠকের মাধ্যমে জনগনের মধ্যে স্বাস্থ্য সচেতনাতা র্সষ্ঠি করা হয়।

জাতীয় টিকা দিবস (এনআইডি)

বছরে ২ রাউন্ডে জাতীয় টিকাদিবসে  ০ু-  ৫ বছরের সকলশিশুকে পোলিও টিকা খায়ানো হয়। এই পোলিও টিকা খাওয়ানোর মাধ্যমে পোলিওমুক্ত বাংলাদেশ গঠনে স্বাস্থ্য বিভাগ

গুরম্নত্বপূর্ণ ভহমিকা রাখবে।

জাতীয় ভিটামিন এপস্নাস ক্যাম্পেইন

বছরে ২  বার জাতীয় ভিটামিন এলস্নাস ক্যাম্পেইন এ কমিউনিটিতে  ১ -  ৫ বছরের সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল  খাওয়ানো হয়।

কৃমি নিয়ন্ত্রন

কমিউনিটিতে জাতীয়  ভিটামিন এ পস্নাস ক্যম্পেইনে বছরে ২ বার  ২ -   ৫ বছরের সকল

শিশুকে  কৃমিনাশক বরি খাওয়ানো হয়। এবং কৃমিনিয়ন্ত্রন সপাহের মাধ্যমে  সকল প্রাথমিক

বিদ্যালয়ের ৬ -  ১২ বছরের সকল ছাত্র ছাত্রীদের কৃমি নাশক বরি খাওয়ানো হয।

যÿা

অত্র কার্যালয়ে বিনা মুল্যে কপ পরীÿার মাধ্যমে  যÿারোগী সনাক্ত করা হয় এবং সনাক্তকৃত

যÿা বিনা মুল্যে চিকিৎসা প্রদান করা হয়।

 

 

 

উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্ম, ভোলা সদর, ভোলা।

 

 

 

 

ই-  পোর্টাল তৈরীর জন্য তথ্য সরবরাহ প্রসংগে।

 

 

 

 

 

 

 

 

                                                                                    

 

 

 

উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসের সাংগঠনিক কাঠামো।

 

ইপিআই কেন্দ্র

কমিউনিটি ক্লিনিক

        উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা

 

উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্ম

সহকারী সার্জন

(ইউনিয়ন)

 

মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রন)

চিকিৎসা সহকারী  (স্যাকমো)

ইউনিয়ন

 

নার্সিং সুপারভাইজার

স্বাস্থ্য পরিদর্শক

 

মেডিকেল টেকনোলজিষ্ট (এসআই)

সহকারী স্বাস্থ্য পরিদর্শক

 

মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব)

স্বাস্থ্য সহকারী

 

মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই)

কমিউনিটি হেলথ কেয়ার

প্রভাইডার্স।

 

পরিসংখ্যানবীদ

 

 

স্টোর কিপার

 

 

অফিস সহকারী

 

 

ক্যাশিয়ার

 

 

এমএলএস এস