সিটিজেন চার্টার |
|
কমিউনিটি ক্লিনিক |
ভোলা সদর উপজেলার চালুকৃত ৩৭ টি কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে ৬ দিন সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যমত্ম (সরকারী ছুটির দিন ব্যতীত) জনগনকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। |
ইপিআই |
কমিউনিটিতে নিয়মিত ইপিআই সেশনে শিশুদের ৮ টি রোগের ভ্যাকসিন নিয়মিত প্রদান করা হয় এবং মহিলাদের সিডিউল অনুয়ায়ী ৫ ডোজ টিটি টিকা প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্য শিÿা ও উঠান বৈঠকের মাধ্যমে জনগনের মধ্যে স্বাস্থ্য সচেতনাতা র্সষ্ঠি করা হয়। |
জাতীয় টিকা দিবস (এনআইডি) |
বছরে ২ রাউন্ডে জাতীয় টিকাদিবসে ০ু- ৫ বছরের সকলশিশুকে পোলিও টিকা খায়ানো হয়। এই পোলিও টিকা খাওয়ানোর মাধ্যমে পোলিওমুক্ত বাংলাদেশ গঠনে স্বাস্থ্য বিভাগ গুরম্নত্বপূর্ণ ভহমিকা রাখবে। |
জাতীয় ভিটামিন এপস্নাস ক্যাম্পেইন |
বছরে ২ বার জাতীয় ভিটামিন এলস্নাস ক্যাম্পেইন এ কমিউনিটিতে ১ - ৫ বছরের সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। |
কৃমি নিয়ন্ত্রন |
কমিউনিটিতে জাতীয় ভিটামিন এ পস্নাস ক্যম্পেইনে বছরে ২ বার ২ - ৫ বছরের সকল শিশুকে কৃমিনাশক বরি খাওয়ানো হয়। এবং কৃমিনিয়ন্ত্রন সপাহের মাধ্যমে সকল প্রাথমিক বিদ্যালয়ের ৬ - ১২ বছরের সকল ছাত্র ছাত্রীদের কৃমি নাশক বরি খাওয়ানো হয। |
যÿা |
অত্র কার্যালয়ে বিনা মুল্যে কপ পরীÿার মাধ্যমে যÿারোগী সনাক্ত করা হয় এবং সনাক্তকৃত যÿা বিনা মুল্যে চিকিৎসা প্রদান করা হয়। |
উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্ম, ভোলা সদর, ভোলা।
ই- পোর্টাল তৈরীর জন্য তথ্য সরবরাহ প্রসংগে।
উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসের সাংগঠনিক কাঠামো।
ইপিআই কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক |
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা
|
উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্ম |
সহকারী সার্জন (ইউনিয়ন) |
|
মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রন) |
চিকিৎসা সহকারী (স্যাকমো) ইউনিয়ন |
|
নার্সিং সুপারভাইজার |
স্বাস্থ্য পরিদর্শক |
|
মেডিকেল টেকনোলজিষ্ট (এসআই) |
সহকারী স্বাস্থ্য পরিদর্শক |
|
মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) |
স্বাস্থ্য সহকারী |
|
মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) |
কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার্স। |
|
পরিসংখ্যানবীদ |
|
|
স্টোর কিপার |
|
|
অফিস সহকারী |
|
|
ক্যাশিয়ার |
|
|
এমএলএস এস |
|
|
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS